শিলিগুড়ি,১৪ অক্টোবরঃ পুজোর আগে কো-অর্ডিনেটরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শিলিগুড়ির পুরপ্রশাসক অশোক ভট্টাচার্যের।হাতে গোনা আর কয়েকটা দিন।তারপরেই শারদীয়া উৎসবে মেতে উঠবে গোটা রাজ্য।
এই শারদীয়া উৎসব চলাকালীন শহরকে যাতে সুস্থ রাখা যায় সেই দিক বিবেচনা করেই বুধবার শিলিগুড়ি পুর কো-অর্ডিনেটরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রশাসক অশোক ভট্টাচার্য।এদিনের ভার্চুয়াল বৈঠকে শারদীয় উৎসবকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে কি কি করণীয় তা নিয়ে আলোচনা করা হয়।
অশোক ভট্টাচার্য জানান, এবারের পূজামণ্ডপ গুলিকে প্রশাসনের পক্ষ থেকে স্যানিটাইজ করানো হবে। শুধু তাই নয় ডেঙ্গু ও করোনা মোকাবিলায় বিভিন্ন পোস্টার লাগানো হবে পূজামণ্ডপ গুলিতে।পাশাপাশি মাক্স ও সামাজিক দূরত্বের বিষয়টিতে নজর রাখা হবে পুরনিগমের তরফে।