শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ পুজোর আগে পর্যটকদের কথা মাথায় রেখে বেঙ্গল সাফারি পার্কে সাফারির জন্য বাড়ানো হতে পারে বাসের সংখ্যা।শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
বর্তমানে বেঙ্গল সাফারি পার্কে সাফারির জন্য ৯টি বাস রয়েছে।তবে সম্প্রতি এই বাসগুলিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে।সে কারণে নতুন বাস নিয়ে আসার ভাবনা চিন্তা চলছে।অন্যদিকে পুজোর সময় সাফারি পার্কে প্রচুর পর্যটক আসেন।সেই বিষয়টিও মাথায় রেখে ২০টি নতুন বাস সাফারি পার্কে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে শুক্রবার সাফারি পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বনমন্ত্রী।
তবে জানা গিয়েছে, ২০টি বাসের মধ্যে ১০টি বাস ভাড়া নেওয়া হবে।ইতিমধ্যেই এর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।এছাড়াও এদিন মন্ত্রী জানান,পুজোর পরেই নভেম্বরে বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে বনের রাজা সিংহ।পাশাপাশি পার্কে থাকা বন্যপ্রাণীদের দেখভালের জন্য সাফারি পার্কের ভেতরেই তৈরি করা হচ্ছে হাসপাতাল।