ফাঁসিদেওয়া, ৯ এপ্রিল: দাদু বাড়িতে ঘুরতে এসে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালকের। ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের তুফানডাঙ্গির ঘটনা।মৃতের নাম মহম্মদ মোহিত(১১)।
জানা গিয়েছে, প্রায় ১৫ দিন আগে উত্তরপ্রদেশ থেকে পরিবার সহ দাদুর বাড়িতে ঘুরতে এসেছিল নাবালক। রবিবার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশেই একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায় নাবালক।
স্থানীয় কয়েকজন যুবক ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত নাবালককে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।