শিলিগুড়ি, ৭ এপ্রিলঃ নতুন সাজে সাজতে চলেছে উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ এনজেপি রেল স্টেশন।এরফলে উচ্ছেদ করা হয়েছে হকারদের।অবিলম্বে তাদের পুনর্বাসন দিয়ে নতুন করে ব্যবসা করার সুযোগ করে দিক রেলদপ্তর।এই দাবিতে সোমবার রেল আধিকারিককে স্মারকলিপি প্রদান করলো আইএনটিটিইউসি এনজেপি শাখা।
জানা গিয়েছে, এদিন আইএনটিটিইউসি’র সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে এনজেপি দলীয় দপ্তর থেকে একটি মিছিল বের করা হয়।মিছিলে প্রচুর হকার সামিল হন।বিক্ষোভ দেখিয়ে রেলের এডিআরএমকে স্মারকলিপি প্রদান করেন তারা।
এই বিষয়ে আইএনটিটিইউসি’র সভাপতি সুজয় সরকার জানান, উন্নয়নের নামে যেভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে তা কোনভাবেই মানা হবে না।অবিলম্বে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করুক রেলদপ্তর এই দাবী জানান তিনি।