আগামীকাল রথযাত্রা, পুরীর রথের আদলে রথ তৈরি করলেন শিলিগুড়ির দেবাশীষ হালদার

শিলিগুড়ি, ৫ জুলাইঃ আগামীকাল রথযাত্রা।বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও জোরকদমে চলছে রথযাত্রার শেষ মুহুর্তের প্রস্তুতি।পুরী, মাহেশ, ইসকন মন্দিরের পাশাপাশি বিভিন্ন বনেদি বাড়িতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ধূমধাম করে পালিত হয়।


এববছর পুরীর রথের আদলে শিলিগুড়িতে রথ তৈরি করে তাক লাগালেন শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশীষ হালদার।চারবছর ধরে রথ তৈরি করেন তিনি।তার তৈরি জগন্নাথদেবের এই রথ শহরের বিভিন্ন অলিগলি পরিক্রমা করে।

এদিন দেবাশীষ হালদার জানান, লকডাউনে প্রথমবার রথ বানিয়েছিলাম।তারপর থেকে প্রতিবছরই তৈরি করছি।আমার তৈরি এই রথ শহরের অলিগলি পরিক্রমা করে।এবারে আমার মেয়ে, বন্ধু সহ অনেকেই রথ তৈরি করতে সাহায্য করেছে।শিলিগুড়ির বেশকয়েক জায়গায় রথ বের করা হলেও সেগুলো বড় থাকার কারণে অলিগলিতে প্রবেশ করতে পারে না।এতে বয়স্ক মানুষেরাও ভিড়ের জন্য যেতে পারেন না, তাই তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Sitelercasibom giriş