পুড়িয়ে নষ্ট করা হল ২৫ কোটি টাকার হেরোইন

ফুলবাড়ি, ২২ এপ্রিলঃ বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ২৫ কোটি টাকার হেরোইন পুড়িয়ে নষ্ট করা হল।ফুলবাড়ির পুটিমারিতে গ্রিনজেন বায়ো প্লান্টে ৪ কেজি ৮২০ গ্রাম হেরোইন পুড়িয়ে নষ্ট করা হয়।


জানা গিয়েছে, এদিন জেলা ম্যাজিস্ট্রেট ও এনজেপি জিআরপি’র তত্ত্ববাধানে হেরোইন নষ্ট করা হয়।ম্যাজিস্ট্রেট দেবদুলাল পাত্র জানান, ২১-২২ বর্ষে এনজেপি জিআরপি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হিরোইন উদ্ধার করে।সেই অবৈধ হেরোইন আজ নষ্ট করা হয়েছে।

এদিন উপস্থিত ছিলেন এনজেপি জিআরপি’র আইসি প্রেমাসিস চট্টরাজ, ডিএসপি জিআরপি বিনোদ ছেত্রী, এসওজি ওসি এ কে গাঙ্গুলী সহ অন্যান্য আধিকারিকেরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom