পুরনিগমের তরফে জীবাণুমুক্ত করা হল শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট

শিলিগুড়ি, ২৩ এপ্রিলঃ করোনা রুখতে ইতিমধ্যেই শিলিগুড়ি পুরনিগমের তরফে বিভিন্ন বাজার ও এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে।


বৃহস্পতিবার ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারি মোড় সংলগ্ন রেগুলেটেড মার্কেট জীবাণুমুক্ত করা হল। এদিন মার্কেটের মাছ বাজার সহ ২ নম্বর গেট চত্বর জীবাণুমুক্ত করা হয়।

প্রসঙ্গত, এই মার্কেটে প্রতিদিন বহু মানুষের ভিড় হয়। এই কারণেই শিলিগুড়ি পুরনিগমের তরফে গোটা মার্কেট স্যানিটাইজ করা হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom