শিলিগুড়ি, ১৪ অক্টোম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের নতুন ভবনের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে পুরনিগমের কর্মী সংখ্যা।উন্নতমানের প্রযুক্তির ফলে পুরনিগমের আগের ভবনে কাজ করতেও সমস্যায় পড়তে হচ্ছিল আধিকারিক ও কর্মীদের।বিগত পুর বোর্ড এই অসুবিধের কথা চিন্তা করে নতুন ভবন তৈরির ভাবনা নেয়।সেইমত শুরু হয় জি প্লাস ওয়ান ভবনের কাজ।পরে তৃণমূল বোর্ড ক্ষমতায় আসলে ভবনটিকে জি প্লাস ফোর ভবন করার উদ্যোগ নেয়।রাজ্য সরকারের অনুমোদন নিয়ে নতুন ভবনের কাজ শুরু হয়।
শনিবার সেই ভবনের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব।উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্য মেয়র পারিষদ ও কাউন্সিলররা।
মেয়র গৌতম দেব জানান, দূর্গা পুজোর পর থেকে নতুন ভবনে কিছু কাজ শুরু করা হবে।পরবর্তীতে সম্পূর্ণভাবে ভবনের কাজ শেষ হলে সমস্ত কাজই নতুন ভবন থেকে হবে।