শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ বিধবাভাতা, বার্ধক্যভাতা সহ বিভিন্ন দাবি নিয়ে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভে সামিল হল ৩৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।
কাউন্সিলর রঞ্জন শীল শর্মার নেতৃত্বে এলাকার বৃদ্ধ-বৃদ্ধারা পুরনিগমে বিক্ষোভ প্রদর্শন করেন।পরবর্তীতে মেয়রের দপ্তরের সামনে ধরনায় বসেন।আন্দোলনের জেরে দীর্ঘক্ষন নিজের অফিসে আটকে পরে মেয়র।
রঞ্জনশীল শর্মা জানান, দীর্ঘদিন থেকে বার্ধক্যভাতা নিয়ে গরিমাসি করছে পুরনিগম।এই কারনেই এই আন্দোলন।যতক্ষণ না পর্যন্ত মেয়র কোনো আশ্বাস দিচ্ছেন ততক্ষণ এই আন্দোলন চলবে।
অন্যদিকে মেয়র বলেন, সাধারন মানুষকে ব্যাবহার করে নিজের অস্থিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি।বিগত পুরবোর্ডের সময় থেকেই বিধবা ভাতা,বার্ধক্যভাতা বকেয়া রয়েছে।বর্তমান পুরবোর্ড সেই বকেয়া ভাতা মেটাবার চেষ্টা করছে।