শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ ২২ জানুয়ারী শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে পারে পুরভোট, রাজ্য নির্বাচন কমিশন এই হলফনামা জমা করতেই সাংবাদিক বৈঠক করল বামফ্রন্ট। উপস্থিত ছিলেন সিপিএম নেতা জীবেশ সরকার, সমন পাঠক সহ অন্যান্য নেতৃত্বরা। তারা জানান আজ থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার শুরু হচ্ছে। শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। সাংবাদিক বৈঠকে জীবেশ সরকার জানান, শিলিগুড়ি পুরনিগমের ৪৭ টি ওয়ার্ডেই তারা বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে চান। এক্ষেত্রে যারা তৃণমূল ও বিজেপি বিরোধী দল রয়েছেন তারা চাইলে তাদের দলের সঙ্গে আলোচনা করতে পারেন। তিনি আরও বলেন, শিলিগুড়িতে ভোট লুঠের চেষ্টা হলে প্রতিবাদ ও প্রতিরোধ হবে।
পাশাপাশি তিনি আরও জানান, ভোটের দিন নিয়ে নির্বাচন কমিশন হলফনামা জারি করেছে। এবার শিলিগুড়িতে প্রশাসক বোর্ডে যে সকল তৃণমূল নেতারা রয়েছেন তারা দ্রুত পদত্যাগ করুক।
অন্যদিকে গৌতম দেব বলেন, শিলিগুড়িতে আমরা অপ্রতিদ্বন্ধী। জয় আমাদের নিশ্চিত। আমরাই জিতব। বিজেপি এখন ক্ষয়িষ্ণু দল, আমরা তৈরী রয়েছি।