‘ল্যারকা ফেল হো গ্যায়া’- প্রশাসক মণ্ডলী নিয়ে মন্তব্য বাম শিবিরের

শিলিগুড়ি, ১ অক্টোবরঃ ‘ল্যারকা ফেল হো গ্যায়া’ বর্তমান পুরবোর্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মন্ডলীর বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন প্রাক্তন বাম কাউন্সিলর নুরুল ইসলাম।


জানা গিয়েছে, এদিন ভ্যাকসিন নিয়ে দলবাজি, পুর পরিষেবা ব্যাহত সহ একাধিক দাবিতে পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে স্মারকলিপি প্রদান করেন পুরনিগমের প্রাক্তন বাম কাউন্সিলররা।তাদের দাবির প্রতি মান্যতা না দেওয়া হলে আন্দোলনই নয়, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুশিয়ারি দেন তারা।

নুরুল ইসলাম বলেন, ভ্যাকসিন নিয়ে দলবাজি হচ্ছে।পুরবোর্ডের সময়সীমা অতিক্রান্ত হলেও আজও নির্বাচন করাতে ব্যর্থ রাজ্য সরকার।রাজ্যের বিভিন্ন পুরসভায় সংবিধান মেনে পুর প্রশাসক বোর্ড বসানো হলেও শিলিগুড়ির ক্ষেত্রে তা ব্যতিক্রম।অনৈতিকভাবে তৃণমূলের সদস্যদের প্রশাসক মন্ডলীতে বসিয়ে পুরনিগম চালাচ্ছে রাজ্য সরকার। এমন অভিযোগ করেন তিনি।গরীব মানুষেদের পাট্টা বিতরণ সহ সমস্থ ভাতা যদি দ্রুত প্রদান না করা হলে পুরনিগমের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।


অন্যদিকে তাদের দাবিকে কটাক্ষ করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।তিনি বলেন, নেগেটিভ, নেগেটিভে-পজিটিভ হয়।বেশি নেগেটিভ বলা উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *