রাজগঞ্জ, ১ অক্টোবরঃ আমবাড়ির এক মন্দিরের পুরোহিতকে খুনের অভিযোগে গ্রেফতার দুই যুবক।ধৃতরা হল উত্তম রায় (২১) ও বিক্রম ভৌমিক(১৯)।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আমবাড়ির হরিচরণভিটা ও গোকুলভিটা থেকে দুজনকে গ্রেফতার করা হয়।শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
আমবাড়ি ফাঁড়ির ওসি সজল রায় বলেন, তদন্তে নেমেই অভিযুক্তদের চিহ্নিত করা হলেও অভিযুক্তরা পালিয়ে ছিল।বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের জেরায় অভিযুক্তরা জানিয়েছে, প্রায় মাঝে মধ্যেই ওই দুই যুবক মন্দিরে নেশা করার জন্য যেত।ঘটনার রাতেও তারা মন্দিরে যায়।সেসময় পুরোহিত ও ওই দুই যুবকের বচসা বাঁধে।এরপরই গলায় ফাঁস লাগিয়ে পুরোহিতকে হত্যা করে।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজগঞ্জের আমবাড়ির ব্যারেজ এলাকার শ্রী শ্রী মা গঙ্গা মন্দির সৎসঙ্গ ধাম থেকে পুরোহিত প্রহ্লাদ সরকারের মৃতদেহ উদ্ধার হয়।তাকে খুন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছিল।পুলিশ তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।