রাজগঞ্জ, ২২ নভেম্বরঃ রাজগঞ্জের পুরোহিতদের সংবর্ধান দিলেন বিধায়ক খগেশ্বর রায়।রবিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার শিকারপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে প্রায় ১৩ জনকে উত্তরিও ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা দেন তিনি।
এই বিষয়ে খগেশ্বর রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সমস্ত পুরোহিতদের কথা চিন্তা করে ভাতার ব্যবস্থা করেছেন।তাতে তারা খুবই উপকৃত হবেন।আজ তাদের মধ্যে কিছু পুরোহিতদের সংবর্ধনা করা হল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজগঞ্জ ব্লক সভাপতি লক্ষ্যমোহন রায়, শিকারপুর অঞ্চলের উপপ্রধান অমলেন্দু ভৌমিক, সলেমাম মহঃ, প্রসেনজিৎ দে সহ অন্যান্যরা।