শিলিগুড়ি,১০ জানুয়ারিঃ অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলনে সরব হল কংগ্রেস পরিচালিত পুর কর্মচারী সংগঠন। পুর কর্মচারী সংগঠনের সভাপতি সৌমেন দাস রায় এর নেতৃত্বে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
শুক্রবার শিলিগুড়ির কর্পোরেশনের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন কর্মসূচি গ্রহন করা হয়। এদিন মেয়র অশোক ভট্টাচার্য অনুপুস্থিতিতে ডেপুটি মেয়র রাম ভজন মাহাতোকে দাবি সম্মিলিত স্মারকলিপি পেশ করা হয়।
সংগঠনের সভাপতি জানান, শিলিগুড়ি কর্পোরেশনে দীর্ঘদিন ধরে সঠিক বেতন থেকে বঞ্চিত রয়েছে অস্থায়ী কর্মীরা।বিগত বছরে তাদের সামান্য বেতন বৃদ্ধি হলেও পরবর্তীতে বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন মেয়র অশোক ভট্টাচার্য। বারংবার তার দ্বারস্থ হয়েও আজও বৃদ্ধি হয়নি বেতন। সেই কারনে তাদের এই আন্দোলন। তিনি আরও জানান দ্রুত যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
অন্যদিকে তাদের দাবির প্রতি সহানুভূতি দেখিয়ে খুব শীঘ্রই দাবি নিয়ে বিবেচনা করা হবে বলে জানান ডেপুটি মেয়র রাম ভজন মাহাতো।