শিলিগুড়ি, ৪ আগস্টঃ একাধিক দাবিতে শিলিগুড়ি পুরনিগম অভিযান করলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি।পুরনিগমে ঢোকার আগেই মিছিল আটকে দেয় পুলিশ।অভিযান ঘিরে পুলিশের সঙ্গে বাঁধে ধস্তাধস্তি।ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগম পরিষেবা দিতে ব্যর্থ এই অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু করে প্রদেশ কংগ্রেস কর্মীরা।মিছিল পুরনিগমের সামনে আসতেই আটকে দেয় পুলিশ।এরপর পুলিশ ও প্রদেশ কংগ্রেস কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়।প্রদেশ কংগ্রেস কর্মীরা পুরনিগমের প্রধান গেট খুলে ভেতরে প্রবেশ করে।
পরবর্তীতে শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজয় ঘটকের হস্তক্ষেপে ৯ দফা দাবীতে ৬ জনের একটি প্রতিনিধি দল পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে স্মারকলিপি প্রদান করে।
এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর সুজয় ঘটক বলেন, শিলিগুড়ি পুর বোর্ডে একজন কংগ্রেস কাউন্সিলর।একাধিক বিষয় নিয়ে আমরা আজ এসেছিলাম।এই সমস্ত সমাধান না হলে আগামীতে আমরা ৪৭ টি ওয়ার্ড মিলিয়ে পুরনিগমে আসবো।