শিলিগুড়ি, ১৬ জুলাইঃ শিলিগুড়ি পুরনিগম দখল করতে নয়া ছক কষলো বিজেপি নেতৃত্ব। তৃণমূল বিরোধী সমস্ত মানুষকে একত্রিত করে পুরনিগম দখল করা হবে বলে জানালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
শুক্রবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে শঙ্কর ঘোষ জানান, প্রশাসক মণ্ডলী শহরের উন্নয়নে কোনো কাজ করছে না।বিধানসভা নির্বাচনে শিলিগুড়ির মানুষ বিজেপির প্রতি আস্থা রেখেছে। ৫০ শতাংশ ভোট পেয়েছে বিজেপি।যেকারণে পুরনিগম নির্বাচনের জন্য ইতিমধ্যেই ওয়ার্ডে ও বুথে কাজ শুরু হয়েছে।তৃণমূল বিরোধী সকলকে একত্রিত করা হচ্ছে বলে জানান তিনি।এছাড়াও এদিন টিকা নিয়ে নানা দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক।
অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার জানান, বিজেপিকে রাজ্যের মানুষ প্রত্যাখান করেছে।শঙ্কর ঘোষ নিজে একজন দলবদলু।তার মুখে একথা মানায় না।বিজেপি দলই উঠে যাবে।