শিলিগুড়ি, ১ জুনঃ পানীয় জলের সমস্যা নিয়ে পুরনিগম ঘেরাও কর্মসূচি গ্রহণ করলো বিজেপি মহিলা মোর্চা।পুরনিগম ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি।পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিজেপি মহিলা মোর্চার।
জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে থেকে বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা অভিনব কায়দায় মাথায় মাটির কলস এবং গৌতম দেবের কুশপুতুল হাতে নিয়ে মিছিল করে পুরনিগমে যায়।পুরনিগমের সামনে কুশপুতুল দাহ করতে গেলে মহিলা পুলিশের সঙ্গে শুরু হয় বচসা, ধস্তাধস্তি।এরপর পুরনিগমের সামনে কলস ভেঙে ক্ষোভ প্রকাশ করে মহিলা মোর্চার সদস্যরা।পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃত্বরা।এদিন শিখা চ্যাটার্জি বলেন, শিলিগুড়ি পুরনিগমের বিষ জল খেয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়েছে আমরা সেই কথা মেয়রকে জানাতে এসেছিলাম।কিন্তু পুলিশ মহিলা মোর্চার কর্মী সমর্থকদের মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি।মেয়রের পদত্যাগের দাবি জানান তিনি।
অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল মিলে শহরের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।আমরা পানীয় জলের সংকট মেটানোর চেষ্টা করছি।