শিলিগুড়ি, ২১ জুলাইঃ পানীয় জলের দাবিতে শিলিগুড়ি পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখালো সিপিএম।
শহর জুড়ে তীব্র পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। আর শহরকে সেই সমস্যায় ফেলে এবং শিলিগুড়ি পুরনিগমকে অভিভাবকহীন অবস্থায় রেখে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়েছে মেয়র থেকে সমস্ত কাউন্সিলররা। এমনটাই অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ি পুরনিগম ঘেরাও করে বিক্ষোভে সামিল হল দার্জিলিং জেলা সিপিএম।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরনিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক সহ কর্মী সমর্থকেরা।তাদের অভিযোগ, বর্তমান শিলিগুড়ি পুর বোর্ড পানীয় জলের সমস্যা সমাধানের পুরোপুরি ব্যর্থ। সাধারণ মানুষ তীব্র পানীয় জলের সমস্যায় ভুগছে। কিন্তু তাতে পুরনিগমের কোন হেলদোল নেই।
অবিলম্বে শহরবাসীর জন্য পানীয় জলের ব্যবস্থা করতে হবে পুরনিগমকে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে সিপিএমের নেতৃত্বরা।