শিলিগুড়ি, ৩১ মেঃ পরিশ্রুত পানীয় জলের দাবী এবং পানীয় জল সরবরাহে পুরনিগমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা।
শুক্রবার দুপুরে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে মিছিল করে পুরনিগমে যান বিজেপি নেতা কর্মীরা।ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়েন।পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বাঁধে বিক্ষোভকারীদের।পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা।এদিন মেয়র গৌতম দেবের কুশপুতুল দাহ করে তার পদত্যাগের দাবি জানান তারা।
এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।