শিলিগুড়ি, ২৮ জুলাইঃ মণিপুরের ঘটনা নিয়ে এবার উত্তাল হল শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিং। মণিপুরের ঘটনা নিয়ে এদিন পুরনিগমের বোর্ড মিটিংয়ে নিন্দাপ্রকাশ করে তৃণমূলের বোর্ডের তরফে রেজোলিউশন আনা হয়। এরপরই সরব হয় বিজেপি কাউন্সিলররা।
রাজ্যে নারী নির্যাতন হলেও কেন তা নিয়ে কোনও কথা বলা হচ্ছেনা সেই অভিযোগ এনে এদিন বোর্ড মিটিং ওয়াক আউট করে বিজেপি। এদিন বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, বাংলায় বহু নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। শিলিগুড়ির মানুষ জল পাচ্ছে না। অথচ এই বোর্ড ইস্যুকে ঢাকার জন্য মণিপুর নিয়ে রেজোলিউশেন নিয়ে আসছে। রাজ্যে বিভিন্ন জায়গায় নারী নির্যাতন হচ্ছে। শিলিগুড়িতে অপরাধীর সংখ্যা বাড়ছে। অথচ সেসব দেখছে না।
অন্যদিকে হাসমি চকের কাছে বিধান রোডে একটি বহুতল নিয়ে বহুদিন ধরেই মামলা চলছে। সেই বহুতলকে অনুমোদন না দেওয়া নিয়ে এদিন বোর্ড মিটিংয়ে রেজোলিউশন আনা হয়। যদিও সিপিএমের অভিযোগ ছিল, তাঁদের রেজোলিউশনের কপি দেওয়া হয়নি। যেকারণে সিপিএম কাউন্সিলররা ওয়াকআউট করে।