শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ সোমবার পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্যদের উপস্থিতিতে মাসিক বোর্ড মিটিং করা হল।
এদিনের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় প্রাক্তণ কাউন্সিলরদের বকেয়া চিকিৎসা ভাতা মেটানো হবে।পাশাপাশি শহরে বেশকিছু শৌচালয় নির্মান ও বাজার নতুন করে তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এদিন প্রশাসক গৌতম দেব বলেন, গত মে মাস থেকে প্রাক্তন কাউন্সিলরদের ভাতা সম্পূর্নরুপে বন্ধ।সেই কারনে অনেক প্রাক্তন কাউন্সিলর সমস্যার মুখে পড়ছে।অনেকে পুর বোর্ডের কাছে চিকিৎসাভাতা সহ অন্যান্য ভাতার জন্য আবেদনও করেন।সেইদিক বিবেচনা করে গত মে মাস থেকে সমস্ত বকেয়া ভাতা মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।