শিলিগুড়ি পুরনিগমে কাউন্সিলর এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

শিলিগুড়ি, ১২ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের কাউন্সিলর এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।


এদিন শিলিগুড়ি পুরনিগমে বৈঠক করেন ফিরহাদ হাকিম।বৈঠকে শিলিগুড়ির একাধিক উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করা হয়।পুরনিগমের বিভিন্ন কাজের জন্য অর্থের প্রয়োজন রয়েছে।সেই বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরেন পুর কমিশনার।এদিন সমস্ত কাউন্সিলরকে জনগণের সঙ্গে সংযোগ বৃদ্ধির বার্তা দেন মন্ত্রী।

এদিন ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেক কাজ শিলিগুড়ি পুরনিগম নিয়েছে।পুরনিগমকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে।শিলিগুড়ি আগের থেকে অনেক উন্নত হয়েছে।আগামীতে শিলিগুড়িকে মর্ডান সিটি হিসেবে তৈরি করা হবে।  


এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলর এবং পুরনিগমের আধিকারিকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *