শিলিগুড়ি, ১৬ জুনঃ দীর্ঘদিন ধরে শিলিগুড়ি পুরনিগমের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা করছিল এক যুবক।অভিযোগ পেয়েই অভিযুক্ত যুবককে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম নীতেশ মন্ডল (২৪)।শিলিগুড়ির রথখোলা এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, পুরনিগমের পানীয় জল বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে জলের লাইন দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছিল যুবক।ঠিক একইভাবে প্রতারণা করতে গিয়ে এবারে ধরা পড়লো সে।শালুগাড়ায় এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল।ঘটনার পরই ব্যক্তি বুঝতে পারেন ভুয়ো আধিকারিক।
এরপরই ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন ব্যক্তি।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় ৯ হাজার টাকা।
ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।