শিলিগুড়ি, ৩ জুনঃ পানীয় জলের সমস্যা নিয়ে জেরবার শিলিগুড়িবাসী।গত কয়েকদিন ধরেই পানীয় জল আসছে না।যা নিয়ে মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের সামনে বিক্ষোভে সামিল হল সিপিএম ও বিজেপি।
এদিন পুরনিগমের বিজেপি কাউন্সিলররা পৌছানোর কিছুক্ষণেই মধ্যেই সেখানে সিপিএম কাউন্সিলররাও পৌঁছান।দুই দলের তরফে একযোগে পুরবোর্ডের বিরুদ্ধে আন্দোলনে নামা হয়।গেটের বাইরেই জলের বালতি, বোতল নিয়ে স্লোগান দিতে থাকেন দুই দলের নেতা কর্মীরা।
পরে নেতৃত্বরা পুরনিগমের ভেতরে যাওয়ার চেষ্টা করলেও তাদের আটকে দেয় পুলিশ।গেটের বাইরে আটকে দেওয়া হয় নেতা কর্মীদের।
