শিলিগুড়ি, ১০ অক্টোবরঃ বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে শিলিগুড়ি পুরনিগমকে দুটি জলের ট্যাঙ্ক প্রদান করলেন প্রশাসক অশোক ভট্টাচার্য।
জানা গিয়েছে, পুরনিগমে পর্যাপ্ত জলের ট্যাঙ্ক না থাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সঠিকভাবে জল পরিষেবা থেকে বঞ্চিত ছিল শহরবাসী।শহরবাসীর কথা মাথায় রেখে নিজের বিধায়ক তহবিল এর মোট ৫ লক্ষ টাকা ব্যয় করে আরও দুটি জলের ট্যাঙ্ক শিলিগুড়ি পুরনিগমকে প্রদান করলেন অশোক ভট্টাচার্য।বিগত সময়ে বিধায়ক তহবিলের অর্থ ব্যয় করে বেশকয়েকটি জলের ট্যাঙ্ক শিলিগুড়ি পুরনিগমকে প্রদান করেছিলেন।এবারে আরও দুটি জলের ট্যাঙ্ক প্রদান করা হল।বর্তমানে পুরনিগমে জলের ট্যাঙ্ক এর সংখ্যা ২৩টি।
বিধায়ক তথা প্রশাসক অশোক ভট্টাচার্য জানান, শিলিগুড়ি পুরনিগমে পর্যাপ্ত পরিমাণ জলের ট্যাঙ্কি থাকলেও সেটাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার গাড়ির অভাব রয়েছে।আগামীতে এই বিষয়টিতেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।