পুরনিগম নির্বাচনের আসন সংরক্ষণের খসড়া তালিকা অসাংবিধানিকঃ অভিযোগ বাম-কংগ্রেসের     

শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগম নির্বাচনের আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ সম্পূর্ন অসাংবিধানিক।শাসকদল তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিতে কোন নিয়ম না মেনে এই খসড়া প্রকাশ করা হয়েছে।এমনই অভিযোগ করলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য ও মাটিগাড়া নকশালবাড়ি কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার।


আগামী ২৭শে জানুয়ারি এর বিরুদ্ধে দার্জিলিং জেলার মহকুমা শাসকের কাছে অভিযোগ জমা দিতে চলেছেন তারা।আসন্ন শিলিগুড়ি পুরভোট নির্বাচনে বাম ও কংগ্রেস একসাথে যে নির্বাচন লড়তে চলেছে তা একপ্রকার পরিষ্কার।ইতিমধ্যেই একদফা বৈঠকও সেরেছেন অশোক ভট্টাচার্য এবং  শঙ্কর মালাকার।

সোমবার দুদফার বৈঠক অনুষ্ঠিত হয় পিডব্লিউডি বাংলোতে।সেখানেই প্রার্থীর খসড়া নিয়ে দীর্ঘ আলোচনা সারেন অশোক, শঙ্কর, জিবেস সহ অন্যান্য সদস্যরা।


মূলত নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত নির্বাচন প্রার্থীর তালিকার খসড়া প্রকাশিত হয়েছে যা শুধুমাত্র শাসকদলকে সুবিধা দিতেই তৈরি করা হয়েছে।নিয়ম মেনে কোনরকম তৈরি করা হয়নি এই খসড়া।

সে কারণে যৌথভাবে তারা দার্জিলিং জেলার মহকুমাশাসক এর কাছে অভিযোগ পত্র জমা দেবেন বলে জানান শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য ও মাটিগাড়া নকশালবাড়ি কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş