শিলিগুড়ি, ২১ অক্টোবরঃ প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পাহাড় ও সমতলের বিভিন্ন এলাকা।ক্ষতিগ্রস্ত হয়েছে মাটিগাড়ার বালাসন ব্রিজ।এরফলে বুধবার সকাল থেকে বন্ধ হয়ে যায় বালাসন ব্রিজ হয়ে যান চলাচল।
এরপরই পুরনিগম এলাকার বিভিন্ন ব্রিজের অবস্থা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণে তৎপর হল শিলিগুড়ি পুরনিগম।বৃহস্পতিবার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
বৈঠক শেষে এদিন গৌতম দেব বলেন, জল কমলেই দ্রুত পুরনিগমের অন্তর্গত সমস্ত ব্রীজের অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।