পুরনিগমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রঞ্জন সরকার

শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ শহরের বিভিন্ন অব্যবস্থা নিয়ে শিলিগুড়ি পুরনিগমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা রঞ্জন সরকার।


শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে রঞ্জন সরকার বলেন, ‘অশোক ভট্টাচার্যের জন্যই শিলিগুড়ি শহরে দ্বিতীয় শ্মশানঘাট তৈরি হয়নি।এরফলে একটি শ্মশানঘাটের ওপরে চাপ বাড়ছে আর শহরবাসীকে ভুগতে হচ্ছে।শহরে বাইরে থেকে প্রচুর মানুষ আসছেন, ভাড়া থাকছেন অথচ পুরনিগমের কাছে সেই তথ্য থাকছে না, পুরনিগম এখানেও ব্যর্থ’।

তিনি আরও বলেন, ‘রাজ্য সরকার সমস্ত বস্তি, কলোনী গুলিকে মান্যতা দিয়ে পাট্টা বিলির কাজ শুরু করেছে।পুরনিগমের জমির ওপর হরিজন সম্প্রদায়ের যেসকল বস্তি রয়েছে সেই জমির অধিকারও পুরনিগমকে দিতে হবে।অন্যদিকে দুয়ারে সরকার কর্মসূচী নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।বরো অফিসগুলি ছাড়াও বাংলা সহায়ক কেন্দ্রগুলিতে রাজ্য সরকারের সব প্রকল্পের কাজ চলছে’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş