শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ ফের একবার শিলিগুড়ি পুর বোর্ডের কাজের বিরুদ্ধে সরব হলেন কাউন্সিলর রঞ্জন শীল শর্মা।যার জেরে অস্বস্তিতে পড়লেন মেয়র।
জানা গিয়েছে, শুক্রবার চলতি মাসের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।মিটিং শুরু হতেই ট্যাক্স, হোল্ডিং ও মিউটেশন নিয়ে পুর বোর্ডের বিরুদ্ধে সমালোচনায় সরব হন ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা।পুরনিগমের একাধিক কাজ নিয়ে সমালোচনা করেন তিনি।শাসকদলের এই কাউন্সিলারের চাপে বেশকিছুটা অস্বস্তিতে পড়ে যান মেয়র গৌতম দেব।
যদিও সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান মেয়র গৌতম দেব।
