শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ পুরনিগমের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হল আজ।প্রথম পর্যায়ে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এই নতুন ভবনের কাজ শুরু হল।
পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য জানান, ‘পুরনিগমে পরিষেবা বাড়ছে ফলে কর্মীসংখ্যাও বাড়ছে।তাই এই নতুন ভবনটির খুবই প্রয়োজন ছিল।তিনি আরও জানান, রাজ্য সরকারের তরফে পুরনিগমে টাকা দিয়েও আবার টাকা ফেরত নিয়ে নেওয়া হয়।যেকারনেই লোন নিয়ে প্রাথমিকভাবে এই ভবনের কাজ শুরু হয়েছে’।
পুরনিগমের এই নতুন ভবনের পাশাপাশি একটি ই-সেবা কেন্দ্র ও একটি ডিজাস্টার ম্যানেজমেন্ট কেন্দ্র তৈরির কাজও শুরু হয়েছে।প্রায় ৯ মাসের মধ্যেই এই নতুন ভবনের কাজ সম্পন্ন হবে।