ইসলামপুর,৩ মার্চঃ পুরানো বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমটি খুন্তির বন্দীরামগছ গ্রামে।ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের।আহত আরও ২ শিশু।মৃতের নাম মহম্মদ ফইয়াল(২৪)।আহত দুজনের নাম নাসিম খান ও রোশনী।
স্থানীয় সূত্রে খবর, বুধবার বন্দীরামগছ এলাকায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয়।ঘটনায় গোলাগুলির জেরে গুলিবিদ্ধ হয় একই পরিবারের তিন সদস্য মহম্মদ ফইয়াল, নাসিম খান ও রোশনী।আশঙ্কাজনক অবস্থায় মহম্মদ ফইয়ালকে উদ্ধার করে ইসলামপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের পরিবারের অভিযোগ, ছড়রা গুলিতেই ফইয়ালের মৃত্যু হয়েছে।পুরনো বিবাদের পাশাপাশি বাইরের রাজ্য থেকে কাজ করে ফেরার পর স্থানীয় দুষ্কৃতীরা টাকা দাবি করলে সেই টাকা না দেওয়ার কারণেই এই ঘটনা।
এই বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানান, দুটি পরিবারের মধ্যে গন্ডগোল।দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।