শিলিগুড়ি,১ এপ্রিলঃ করোনার আতঙ্কে দেশজুড়ে লকডাউন। বন্ধ বিভিন্ন অফিস, কারখানা। ফলে সমস্যায় পড়ছেন দিনমজুরেরা। এই অবস্থায় রাজ্য সরকারের তরফে ঘোষনা করা হয়েছে এইসকল মানুষদের বিনামূল্যে দেওয়া হবে রেশন। তবে এই রেশন তুলতে গিয়েই সৃষ্টি হল সমস্যার।
পুরনো কার্ডে দেওয়া হচ্ছে না রেশন, প্রয়োজন নতুন ডিজিটাল কার্ডের। যাদের এই কার্ড নেই তাদের বলা হয় বাগরাকোটের ফুড সাপ্লাই অফিসে কথা বলতে। তবে অফিসে গিয়ে দেখা যায় অফিসের সাটার নামানো। ঘটনাকে ঘিরে বাগরাকোটের ফুড সাপ্লাই অফিসে ব্যপক জমায়েতের সৃষ্টি হয় এবং দেখানো হয় বিক্ষোভ।
এরপর জেলা নিয়ামক সুভাশিষ পালিত জানান, সরকারি নির্দেশ অনুযায়ী যারা এখনও কার্ড পায়নি তাদের একটি টোকন দেওয়া হবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। এই টোকন দেখালেই তারা বিনামূল্যে পেয়ে যাবেন রেশন।