শিলিগুড়ি,১৯ অক্টোবরঃ পুরোনো ঠিকা শ্রমিকদের নিয়োগের দাবিতে রেল আধিকারিককে স্মারকলিপি প্রদান।সোমবার ৪০ জন পুরোনো ঠিকা শ্রমিক নিয়োগের দাবিতে রেল আধিকারিকের দ্বারস্থ হন আইএনটিটিইউসি নেতা প্রসেনজিত রায়।
প্রসঙ্গত, গত শুক্রবার ঠিকা শ্রমিক নিয়োগ নিয়ে এনজেপি চত্বরে রাজনৈতিক সংঘর্ষ বাঁধে।ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে এনজেপি স্টেশনে কর্মরত কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে।অন্যদিকে এনজেপি’র আইএনটিটিইউসি অফিসে ভাঙচুর চালায় বিজেপি ও রেলের অস্থায়ী কর্মীরা বলে অভিযোগ করা হয় তৃণমূলের পক্ষ থেকে।ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করে এনজেপি থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।তবে নিজেদের দাবী থেকে সরবে না তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
আইএনটিটিইউসি নেতা প্রসেনজিত রায় জানান, পুরোনোদের ছাঁটাই করে নতুনদের স্বল্প টাকার বিনিময়ে কাজ করানোর চেষ্টা করছে ঠিকাদার, যা কোনমতেই মেনে নেবে না তারা।দ্রুত যদি তাদের দাবি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবার কথা জানান তিনি।