পুর-প্রশাসক গৌতম দেব, সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন শঙ্কর-অশোক

শিলিগুড়ি,৬ মেঃ গৌতম দেবকে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক করায় ক্ষোভ প্রকাশ শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টচার্যের। রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক শঙ্কর ঘোষ।


বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান করা হয়েছে গৌতম দেবকে। এরপরই অশোক ভট্টাচার্য বলেন, রাজ্যে বিরোধী দল ও শাসক দলের জন্য ভিন্ন আইন। সবক্ষেত্রে এক হওয়া উচিত। আমি নির্বাচনে হেরে গিয়েছি। আমার ইচ্ছেও নেই প্রশাসক হওয়ার। তবে কলকাতায় যা হয়েছে এখানেও তা হওয়া উচিত ছিল। আগে আমাকে জানানো উচিত ছিল। তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। কোনো নীতি, যুক্তি নেই।

অন্যদিকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, রাজ্য সরকার নিজেদের ইচ্ছেমতো প্রশাসক ঠিক করছেন।এটা দুর্ভাগ্যজনক।এই সিদ্ধান্ত কতোটা ঠিক তা শহরের মানুষ ঠিক করবে।


প্রসঙ্গত, মেয়রের কার্যকাল শেষ হওয়ার পর প্রায় ১ বছর শিলিগুড়ির পুর-প্রশাসক ছিলেন অশোক ভট্টাচার্য। কলকাতায় ফিরহাদ হাকিমকে ফের প্রশাসক করায় শিলিগুড়িতে কেন তাঁকে এড়িয়ে গৌতম দেবকে প্রশাসক করা হল তা নিয়েই এদিন প্রশ্ন তোলেন অশোক ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş