শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ একদিকে বাড়ছে করোনা সংক্রমণ।রাজ্যজুড়ে শুরু হয়েছে কড়া বিধিনিষেধ।মাস্ক মুখে না থাকলেই গ্রেফতার করা হচ্ছে লোকজনকে।
কিন্তু এরমধ্যেই শিলিগুড়ি পুরনিগম নির্বাচনের ভোট প্রচার ঘিরে নানা প্রশ্ন উঠছে।যেখানে নির্বাচন কমিশন প্রার্থীদের পদযাত্রা, শোভাযাত্রা বন্ধ করার নির্দেশ দিয়েছে সেখানে সেই নির্দেশিকা না মেনে কিছু ওয়ার্ডে পদযাত্রা হচ্ছে।এছাড়া রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ক্ষেত্রে একসঙ্গে স্র্বাধিক ৫ জন যেতে পারবেন।কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তেমনটা হচ্ছে খুব কম।
নির্দেশিকা না মেনে কিছু ওয়ার্ডে পদযাত্রা করা হচ্ছে বলে অভিযোগ।শুধু তাই নয় বেশকিছু ক্ষেত্রে ৫ জনের বেশী কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়িতে যেতে দেখা যাচ্ছে প্রার্থীদের।আবার সঙ্গে থাকা কর্মীদের মুখেও ঠিকঠাকভাবে মাস্কের দেখা মিলছে না।এনিয়ে তৃণমূলের দিকে বিরোধী দলগুলি প্রশ্ন উঠিয়েছে।পাল্টা তৃণমূলের তরফেও বলা হয়েছে, বিধি না মেনে অনেক জায়গায় প্রচার করছে বিজেপি, সিপিআইএম।
বামফ্রন্টের জেলা সম্পাদক সমন পাঠক ও বিজেপি নেতা রাজু সাহা বলেন, তৃণমূলের অনেক প্রার্থী করোনা বিধি না মেনে প্রচার করছে।তা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে।
অন্যদিকে তৃণমূলের জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী বলেন, অন্যরাও করোনা বিধি না মেনে প্রচার করছে।তবে প্রত্যেক ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী ও নেতা কর্মীদের বলা হয়েছে সমস্ত নিয়ম মেনে প্রচার করতে।