জলপাইগুড়ি,২৬ জানুয়ারিঃ নিজের সন্তানকে বিক্রির অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের মহামায়া পাড়াতে।
জানা গিয়েছে, তিন মাসের পুত্র সন্তানকে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছেন যীশু দাস ও তার স্ত্রী বাবলি দাস। তিন মাস আগে জেলা হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন বাবলি। কয়েকদিন আগে বাবার বাড়িতে যাবার নাম করে সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি৷ শুক্রবার ওই শিশুটিকে ছাড়া বাড়ি ফিরে আসেন। এলাকার বাসিন্দারা দম্পতিকে চাপ দিতেই পুত্র সন্তানকে বিক্রি করার কথা স্বীকার করেন তিনি।
এরপর ওই দম্পতিকে আটকে রেখে পুলিশকে তুলে দেন স্থানীয়রা। শিশুটিকে উদ্ধার করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে কোতোয়ালি থানায় দারস্থ হন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা অর্পিতা চক্রবর্তী বলেন, এদের উপযুক্ত শাস্তি চাই। এলাকায় এই দম্পতিকে থাকতে দেব না।
স্থানীয় কাউন্সিলর পৌলোমি সাহা বলেন, “ওই পরিবারটি গরিব। শিশুকে খাওয়াতে পারে না। হয়ত কাউকে দিয়েছে। পুলিশের সঙ্গে কথা বলব”।
পুলিশ সুপার অভিষেক মোদী বলেন,” শিশু বিক্রির অভিযোগে আটক করা হয়েছে এক দম্পতিকে। ঘটনাটি তদন্ত শুরু হয়েছে”।