শিলিগুড়ি, ৬ জুনঃ করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও জনপ্রতিনিধিরা।
অন্যদিকে, করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ির এক কাপড় ব্যবসায়ী।শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটের এক কাপড় ব্যবসায়ী তার দোকানে রাখা পুতুল গুলিকে মাস্ক পরিয়ে দিয়ে সচেতনতার বার্তা দেন শহরবাসীকে।
দোকান মালিক জানান, পুতুল গুলিকে মাস্ক পরানোর একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করা।করোনা মোকাবিলায় সকলকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার কথা বলেন ব্যবসায়ী।তিনি আরও বলেন, এখনও বহু মানুষ সচেতন নন।এই কারণেই তার এই উদ্যোগ।