ধূপগুড়ি, ৮ আগস্টঃ ধূপগুড়ি ব্লকের কুর্শামারি গ্রাম থেকে উদ্ধার হল ১১ ফুট লম্বা অজগর।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, রবিবার সকালে নাইলনের জালের মধ্যে অজগরটিকে দেখতে পান স্থানীয়রা।এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে।তবে অজগরটিকে উদ্ধার করতে বনকর্মীরা যায়নি বলে অভিযোগ বাসিন্দাদের।এরপর ধূপগুড়ির পরিবেশ প্রেমী সংস্থা ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনকে খবর দেওয়া হয়।খবর পেয়ে সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে।প্রাথমিক চিকিৎসার পর মরাঘাট জঙ্গলে অজগরটিকে ছেড়ে দেওয়া হয়।