আলিপুরদুয়ার, ৬ অক্টোম্বরঃ মঙ্গলবার রাত ১১ নাগাদ কথা হয়েছিল পরিবারের সঙ্গে।তবে সেটাই যে শেষ কথা হবে কে জানতো?সিকিমের আর্মি বেস ক্যাম্প থেকে আর ফেরা হল না সেনা জওয়ান বিমল ওঁরাওয়ের।সিকিমের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হল তাঁর।
কালচিনি ব্লকের মধু চা বাগানের বাসিন্দা ছিলেন সেনা জওয়ান বিমল ওঁরাও।সিকিমের বন্যায় যে সকল সেনা জওয়ানরা ভেসে গিয়েছিলেন, তার মধ্যেই একজন ছিলেন তিনি।ঘটনার রাতে সিকিমে আর্মি বেস ক্যাম্পে ছিলেন তিনি।মুহুর্তের মধ্যেই ভয়ঙ্কর তিস্তা ভাসিয়ে নিয়ে যায় বিমল ওঁরাও সহ অন্যান্য সেনা জওয়ানদের।বুধবার গজলডোবায় তিস্তা নদী থেকে উদ্ধার হয় তার দেহ।
খবর পেয়ে বৃহস্পতিবার তার ভাই গিয়ে দেহ শনাক্ত করে।এরপর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।সেখান থেকে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে শেষ শ্রদ্ধা জানানো হয়।এরপর জওয়ানের দেহ আজ কালচিনিতে তাঁর বাড়িতে পৌঁছায়।সেনা জওয়ানের নিথর দেহ বাড়িতে পৌছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হ্যামিল্টণগঞ্জ বাসরা ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয় বিমল ওঁরাওয়ের।শহীদ জওয়ানকে শেষবারের মত দেখতে ভিড় করেন প্রচুর মানুষ।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কালচিনির মধু চা বাগান এলাকায়।