রাজগঞ্জ, ৩০ আগস্টঃ আরজি কর কান্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের।শুক্রবার রাজগঞ্জ কলেজের গেটের পাশে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য ও ছাত্রছাত্রীরা।
জানা গিয়েছে, আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।শুক্রবার রাজ্যের সব কলেজের গেটের সামনে বিক্ষোভে বসার নির্দেশ ছিল।সেই অনুযায়ী বিভিন্ন কলেজের পাশাপাশি এদিন রাজগঞ্জ কলেজের গেটের পাশে অবস্থান বিক্ষোভ করলেন রাজগঞ্জ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং অন্যান্য ছাত্রছাত্রীরা।দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি তোলেন তারা।
রাজগঞ্জ কলেজ টিএমসিপি-র সদস্য ইয়াসিন আলী বলেন, দোষীদের শাস্তির দাবি নিয়ে প্রথম থেকেই তৃণমূল ছাত্ররা আন্দোলন করে চলেছে।সিবিআই এর হাতে এখন তদন্ত ভার রয়েছে। তবে তারা এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।এই ঘটনায় যতদিন না প্রকৃত দোষীকে সাজা দেওয়া হচ্ছে, ততদিন এইভাবেই আন্দোলন চলবে।