শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ আগামী ২৬শে ডিসেম্বর বনদূর্গা পূজা ।তবে দিনে নয়, রীতি মেনে রাতেই বনদূর্গা পূজা হোক।শুক্রবার এই বিষয়ে বনদূর্গা পূজা কমিটির তরফে বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের আধিকারিককে স্মারকলিপি তুলে দেওয়া হল।
জানা গিয়েছে, রীতি মেনে দীর্ঘদিন ধরেই হয়ে আসছে বনদূর্গার পুজো।বিগতদিনে রাতে পুজো হলেও কোভিডকালে বিধিনিষেধের জেরে বনদপ্তরের নির্দেশিকায় রাতের বদলে দিনে পুজো শুরু হয়।এবছরও সেই নির্দেশিকাই জারি রয়েছে।
তবে উদ্যোক্তারা চাইছেন রীতি মেনে আগের মত রাতেই পুজো হোক।এই কারণে এদিন বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের আধিকারিককে স্মারকলিপি তুলে দেন উদ্যোক্তারা।যদিও এই বিষয়ে এখনও অবধি কোনও সদুত্তর পাননি তারা।স্বাভাবিকভাবেই আসন্ন পুজোকে কেন্দ্র করে উৎকন্ঠায় রয়েছেন সকলেই।
উদ্যোক্তারা জানান, ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে রাতেই পুজোর আয়োজন হোক।প্রয়োজনে মেলার আয়োজন বন্ধ হোক।