রাজগঞ্জ, ২২ অক্টোবরঃ রাবার চাষ করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন রাজগঞ্জের প্রত্যন্ত গ্রামের কৃষ্ণ সরকার।নিজেদের প্রায় ১০ বিঘা চা বাগানে রাবার গাছ লাগিয়ে তা থেকে রাবার তৈরি করছেন তিনি। জমিতে ধান বা পাট চাষ করে লাভ হচ্ছে না।তাই বিকল্প কৃষিকাজ হিসেবে এই রাবার চাষ বেছে নিয়েছেন কৃষ্ণ সরকার।
রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামের বাসিন্দা কৃষ্ণ সরকার।ভাইয়েরা মিলে আগে জমিতে কৃষিকাজ করতেন।কিন্তু কৃষিকাজ করে লাভ তো দূরের কথা, লোকসান হচ্ছিল।তাই সরকারি উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে কয়েকবছর থেকে চা বাগানের মাঝে রাবার চাষ করছেন।
গাছ থেকে আঠা বের করে নিজের হাতেই তৈরি করছেন রাবার।বর্তমানে তাদের রাবার অসমেও পাড়ি দিচ্ছে।বিকল্প কৃষিকাজ হিসাবে এই রাবার চাষ করে কিছুটা লাভের মুখ দেখছেন কৃষ্ণ সরকার ও তার পরিবার।