শিলিগুড়ি, ৯ মেঃ শিলিগুড়ি পুরনিগমের তরফে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপন করা হল।
এদিন সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পরিষদের সদস্য সহ অন্যান্য কাউন্সিলরা।
এদিন মেয়র গৌতম দেব বলেন, কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে সন্ধ্যায় বাঘাযতীন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অন্যদিকে বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।