শিলিগুড়ি,৫ ডিসেম্বরঃ শিলিগুড়ির রবীন্দ্রনগরে খুনের ঘটনায় আগামী সপ্তাহেই ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারে ফরেন্সিক দল। ইতিমধ্যেই শিলিগুড়ি থানার তরফে কলকাতায় ফরেন্সিক দলের সঙ্গে কথা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি রবীন্দ্রনগরে যে বাড়ির সামনে সুশীল দাসের দেহ পাওয়া যায় সেই বাড়িতেও যাবে ফরেন্সিক দলের সদস্যরা।
ভাঙাড়ি ব্যবসায়ী সুশীল দাসের খুনের ঘটনায় শিলিগুড়ি থানার পুলিশ গৌতম দেব ও গৌরব দেবকে গ্রেপ্তার করে ৭ দিনের পুলিশ হেফাজতে নিয়েছে। এই সময়ের মধ্যেই খুনের পেছনে কী কারণ ও কী দিয়ে খুন করা হয়েছে সুশীল দাসকে তা খোঁজ করবেন তদন্তকারীরা৷
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর নিরঞ্জননগরের বাসিন্দা সুশীল দাসের রক্তাক্ত দেহ পাওয়া যায় ধৃতদের বাড়ির সামনে। যদিও টানা জিজ্ঞাসাবাদেও খুনের কারণ ও খুনে ব্যবহৃত বস্তুর ব্যাপারে এখনও কিছু জানায়নি দুই ভাই। তবে তাদের বাড়ির উপর তলায় বেশকিছু লাল দাগ পাওয়া গিয়েছে। সেই দাগগুলি কীসের তা জানতে ও আরও বিস্তারিত তথ্যপ্রমাণের জন্যই ফরেন্সিক দল আসবে বলে জানা গিয়েছে। যদিও তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে চাইছেন না পুলিশ আধিকারিকেরা।