শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ শিলিগুড়ির উত্তর শান্তিনগর এলাকায় রাধাকৃষ্ণ মন্দির নির্মাণের ভূমিপুজো করা হল।খুশি এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, এলাকায় এতদিন কোনও রাধাকৃষ্ণ মন্দির ছিল না।এই কারনে দীর্ঘদিন ধরে স্থানীয়দের ইচ্ছে ছিল নিজেদের পাড়াতেই একটি রাধাকৃষ্ণ মন্দির গড়ে উঠুক। সেই ইচ্ছেকে বাস্তব রূপ দিতে এগিয়ে আসেন বর্ণালী সরকার। তার দান করা জমিতেই তৈরি হতে চলেছে রাধাকৃষ্ণ মন্দির।
রবিবার নেতাজী পাড়ায় নিয়ম মেনে ভূমিপুজোর আয়োজন করেন বাসিন্দারা। ভূমিপুজোর মধ্য দিয়েই মন্দির নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হল।শীঘ্রই শুরু হবে মন্দির গড়ার কাজ।এদিন ভূমিপুজোয় উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ।
