শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ সোমবার সন্ধ্যে নাগাদ শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে মানসিক ভারসাম্যহীন যুবক রামপ্রসাদ সাহার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনার ১২ ঘণ্টার মধ্যে সন্দেহের ভিত্তিতে দুই যুবককে আটক করল আশিঘর ফাঁড়ির পুলিশ।বর্তমানে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট (ডিডি) এবং আশিঘর ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আটক দুই যুবক মৃত রামপ্রসাদ সাহার বন্ধু।এই দুজনই রামপ্রসাদের মৃত্যুর খবর পরিবারকে জানিয়েছিল।ঘটনার দিন এই দুই বন্ধুর সঙ্গেই দেখা গিয়েছিল রামপ্রসাদকে।পুলিশের অনুমান, নেশা করার সময় তিনজনের মধ্যে কোনো বিষয়ে বচসা হয়।সেইসময় দুই যুবক রামপ্রসাদকে পাথর দিয়ে হামলা করে খুন করতে পারে।
আজ সকালে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী, ডিসিপি জয় টুডু, এসিপি শুভেন্দ্র কুমার, ডিডি এসিপি রাজেন ছেত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই বিষয়ে এসিপি শুভেন্দ্র কুমার ফোনে জানান, রামপ্রসাদের দুই বন্ধুকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে।জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনার তদন্ত চলছে।
