ঘর থেকে রহস্যজনকভাবে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

রাজগঞ্জ, ২৫ জুনঃ ঘর থেকে রহস্যজনকভাবে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন আমবাড়ি ফাঁড়ির অন্তর্গত কৃষ্ণনগর কলোনি এলাকায়। মৃত যুবকের নাম উজ্জ্বল দাস(৩২)।ঘটনায় খুনের অভিযোগ তুললো পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বল দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কৃষ্ণনগর কলোনিতে থাকতেন। পরিবারের অন্য সদস্যরা আলাদা বাড়িতে থাকেন। দাদার সঙ্গে উজ্জ্বল দুধের ব্যবসা করতেন। গতকাল রাত ৮টা নাগাদ উজ্জ্বলের কাছে দুধ বিক্রির টাকা নিতে আসেন তার দাদা। তখনই তিনি দেখেন ঘরের মধ্যে ভাইয়ের ঝুলন্ত দেহ। দাদার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘটনার সময় যুবকের স্ত্রী ও সন্তান বাড়িতে ছিলেন না।যুবকের কোমর সহকারে পা দুটি দড়ি দিয়ে বাধা ছিল। তাই যুবককে খুন করা হয়েছে বলে পরিবারের সন্দেহ।


ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় পঞ্চায়েত সদস্য চিত্ত টিকাদার ও মৃতের আত্মীয় বলরাম চন্দ্র দাস বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি। কিন্তু দেহ যে অবস্থায় ঝুলে ছিল এবং পা দুটি দড়ি দিয়ে বাঁধা ছিল তাতে খুন করা হয়েছে বলে সন্দেহ হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişholiganbetonwin girişJOJO BETgrandpashabetbahsegel girişcasino sitelericasibomcasibombets10