রাজগঞ্জ, ২ এপ্রিলঃ বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ।চারদিন পেরিয়ে গেলেও মেলেনি খোঁজ।চিন্তায় গোটা পরিবার।নিখোঁজ মহিলার নাম টুম্পা রায়।বয়স ৩৭ বছর।রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ধারাগছ গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৮ মার্চ দুপুরে জলপাইগুড়ি সদর হাসপাতালে এক রোগীকে দেখতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যান এই গৃহবধূ।তারপর সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়িতে ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে খোঁজ না মেলায় গত রবিবার ভোরের আলো থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
যদি কোন সহৃদয় ব্যক্তি মহিলাকে দেখে থাকে তবে যোগাযোগ করুন 70295-60717 এই নম্বরে।