শিলিগুড়ি, ২৬ জানুয়ারিঃ আগামী ২৮ শে জানুয়ারি শিলিগুড়িতে রাহুল গান্ধীর সভার অনুমতি দিচ্ছে না প্রশাসন। সামান্য কারণে অসহযোগিতা করছে এখানকার প্রশাসন। শুক্রবার শিলিগুড়িতে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন শেষে এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
মণিপুর থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা।আগামী ২৮শে জানুয়ারি এই যাত্রা শিলিগুড়িতে প্রবেশ করবে এবং সভা করবেন রাহুল গান্ধী।তবে সভা করার ক্ষেত্রে সামান্য কিছু কারণে প্রশাসনের অনুমতি মিলছে না এমনটাই অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা ভোটের জন্য নয়।এই যাত্রা সংবিধান রক্ষার যাত্রা।রাহুল গান্ধীর ন্যায় যাত্রার সমস্ত লিস্ট আগেই প্রশাসনকে দেওয়া হয়েছে।এরপরও এখানকার প্রশাসন নানান প্রতিবন্ধকতা তৈরি করছে।
অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর বলেন মাদ্রাসা পরীক্ষার জন্য সভার অনুমতি দেওয়া হয়নি।