রায়গঞ্জ,১০ ফেব্রুয়ারিঃ ‘আমি নেতা নই, কর্মী।আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছি সাধারন মানুষের জন্য, সাধারন মানুষ হিসেবে।আমারও ইচ্ছে করে গয়না পড়তে, ভালো বাড়িতে থাকতে কিন্তু মানুষের স্বার্থে আমি তা করিনা’।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে জনসভায় এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বুধবার উত্তর ও দক্ষিন দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের ডাকে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে আয়োজিত জনসভায় যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এদিনের জনসভায় দলত্যাগীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দলের কিছু নেতা সমস্ত সুখ ভোগ করে দল ছেড়েছে।ওরা নিজেদের বাঘ বলে মনে করে’।
পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘বিজেপির অনেক অহঙ্কার টাকা আছে বলে।টাকা থাকলেই চরিত্র গঠন হয় না।এটা দিল্লী কা লাড্ডু নয়, এটা বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা।বিজেপি শুধু মিথ্যা কথা বলে’।